Aug 01,2017: ছয় দফা দাবীতে আগামী ১৫ আগষ্ট থেকে ৩১ শে আগষ্ট পর্যন্ত রাজ্যব্যাপী সভা ও মিছিল করবে সি পি আই এম। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সি আই এম রাজ্য সম্পাদক বিজন ধর জানান, দুইদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবীগুলোর মধ্যে রয়েছে, গরীব ও মাঝারী কৃষকদের ঋন মুকুব করা, নূনতম সহায়ক মূল্যে ফসল ক্রয়ে আইন প্রনয়ন করা, অধিগৃহীত সংস্থা গুলোর বেসরকারীকরন বন্ধ করা , বেকার সমস্যা সমাধান করা, মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাস করানো প্রভৃতি। তিনি জানান, রাজ্য কমিটির বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতির পর্যালোচনা করা হয়।
বি জে পি ও আই পি এফ টি অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে পার্টির সাত হাজার ব্রাঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে সি আই এম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস উপস্থিত ছিলেন।