August 22, 2017: ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনৌ/আই জি এন ও ইউ) ২০১৭-র জুলাই সেসনে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ডিপ্লোমা প্রোগ্রামের বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির জন্য শেষ তারিখের সীমা ২০১৭-র ২৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।
এই http://www.ignou.ac.in ওয়েব সাইটে অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য আবেদনকারীরা রিজিওন্যাল সেন্টার/স্টাডি সেন্টার-এ যোগাযোগ করতে পারেন। এক বিবৃতিতে ইগনৌ-এর আগরতলা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক অধিকর্তা এই তথ্য জানিয়েছেন।