Seminar n Healthcare delivery to Maha tribals
New Delhi: Oct 15:
মহারাষ্ট্রের উপজাতি অধ্যুষিত জেলা শোধগ্রামের গারচিরোলিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আয়োজনে ‘উপজাতিদের স্বাস্থ্য সেবায় উৎকৃষ্ট কিছু দৃষ্টান্ত’ বিষয়ক তিনদিনের এক জাতীয় কর্মশিবির অনুষ্ঠিত হয়।
ভারতের ১০ কোটি উপজাতি জনগণের স্বাস্থ্য সেবার প্রয়োজনে সম্ভাব্য উপায় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এই কর্মশিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা দপ্তরের সচিব ও ‘ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ’ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল ডা: সৌম্য স্বামীনাথন।
এই কর্মশিবিরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সামাজিক গোষ্ঠীদের মধ্য থেকে ২৪-টি সংগঠনের ৫০ জনেরও বেশি প্রতিনিধি যোগদান করেন।
প্রতিনিধিরা ম্যালেরিয়া থেকে শুরু করে মাতৃত্বকালীন মৃত্যু, ফ্লুরোসিসের মতো রোগ ও মানব সম্পদের প্রতিবন্ধকতা সহ বিভিন্ন সমস্যা মোকাবিলা নিয়ে আলোচনা করেন|
উপজাতি অধ্যুষিত এলাকায় স্বাস্থ্য যত্ন নিয়ে পরিসেবামূলক বিভিন্ন উপস্থাপনা ও দৃষ্টান্ত এই শিবিরে তুলে ধরা হয়|এর মধ্যে উল্লেখযোগ্য ‘সেওয়া (কর্মজীবী মহিলাদের সংস্থা) গ্রামীণ’ এর প্রস্তুত করা ওয়েব-অ্যাপ, অরুণাচলপ্রদেশে করুণা ট্রাস্টের দ্বারা পরিচালিত পিপিপি মডেল, ওড়িশায় মিত্রা-র উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কৌশল, বিলাসপুরে জনস্বাস্থ্য সহযোগ-এর দ্বারা শিশুদের জন্য ‘ফুলওয়াড়ি’, ছত্তিশগড় সরকারের দ্বারা মানব সম্পদ ব্যবহারের প্রয়াস এবং জবলপুরের উপজাতি স্বাস্থ্য গবেষণা বিষয়ক জাতীয় স্বাস্থ্য কেন্দ্রের দ্বারা ফ্লুরোসিস মোকাবিলা ব্যবস্থাপনায় একটি বিশেষ প্রজাতির গুল্মের ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
নবজাতকদের জীবন বাঁচাতে একজন গ্রামীণ মহিলাকে কীভাবে ‘গৃহে জাত নবজাতক পরিচর্যা’ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে আরে তা হাতে-কলমে দেখানো হয় ‘সার্চ’-এর তরফে।
এই দৃষ্টান্তমূলক পদ্ধতিটি জাতীয় স্বাস্থ্য মিশন প্রয়োগ করেছে এবং জাতীয় স্তরে প্রায় ৯ লক্ষ আশা কর্মীর মাধ্যমে তা রূপায়িত হয়েছে।
উপজাতি এলাকায় স্বাস্থ্য সেবার জন্য এরকম ৮৫টি দৃষ্টান্ত এই কর্মশিবিরে স্থান পায়, যেগুলি উপজাতি স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ গোষ্ঠি সারা দেশ থেকে সংগ্রহ করে | (With inputs from AIR News)















