August 16, 2017: ভারতের স্বাধীনতা দিবসের ৭১-তমবার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো রাজ্যবাসীর উদ্দ্যশ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার-এর ভাষণ সম্প্রচারের জন্য আকাশবানী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে তা আগাম রেকর্ড করার আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রী সচিবালয়ে। এই আবেদনের পরিপেক্ষিতে গত শনিবার (১২আগষ্ট,২০১৭) সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে সেই ভাষন রেকর্ড করে আকাশবানী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্র। কিন্তু বিষ্ময়ের সঙ্গে লক্ষ্য করা গেল যে ১৪আগষ্ট সন্ধ্যা ৭টায় আকাশবানী আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রসার ভারতীর নির্দেশ মোতাবেক রাজ্যবাসীর উদ্দ্যশ্যে প্রদত্ত মুখ্যমন্ত্রীর রেকর্ড করা ভাষণ ১৫আগষ্ট সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। কিছুক্ষণ পর একই বক্তব্য জানিয়ে দেয় আগরতলা দূরদর্শন কেন্দ্রও।
প্রসার ভারতীর মতে রাজ্যবাসীর উদ্দ্যশ্যে মুখ্যমন্ত্রীর ভাষণ স্বাধীনতা দিবসের পবিত্রতা ও গাম্ভীর্যের উপযোগি নয়। তাই এই নজিরবিহীন নির্দেশনামা। অল ইন্ডিয়া রেডিও এবং প্রসার ভারতীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, স্বাধীনতা দিবসের পবিত্রতা ও গাম্ভীর্যের বিষয়টি বিবেচনায় রেখে মুখ্যমন্ত্রীর রেকর্ড করা ভাষণকে এই অনুষ্ঠানের উপযোগী করে পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। প্রসার ভারতীর নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের পরিবর্তন করতে রাজী হলে তবেই সেই ভাষণ ১৫আগষ্ট সম্প্রচার করা হবে।
১৪ আগষ্ট সন্ধ্যায় প্রসার ভারতীর এই নিষেধাজ্ঞার কথা অল ইন্ডিয়া রেডিও-র ডিরেক্টর জেনারেলের পক্ষে এসিস্ট্যান্ট ডিরেক্টর অব প্রোগ্রামস (পোলিসি) সঞ্জয় দোসাঝ আকাশবানী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন । প্রসার ভারতীর সি ই ও দিল্লিতে মুখ্যমন্ত্রীর ভাষণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন এবং এ নিয়ে যৌথভাবে উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
আকাশবানী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্রের স্থানীয় কর্মকর্তাগন যথারীতি প্রসার ভারতীর এই বক্তব্য মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জানিয়ে দিয়েছেন। গতকাল সন্ধ্যায় প্রসার ভারতীর এই নির্দেশিকা পাওয়ার পরই তা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে জানানো হয়। মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর প্রদত্ত ভাষনের কোন শব্দ, বাক্য বা কোনও অংশের পরিবর্তন করবেন না বলে জানিয়ে দেন। প্রসার ভারতীর এই নজিরবিহীন নিষেধাজ্ঞাকে তিনি অগনতান্ত্রীক, স্বৈরাচারী ও অসহিষ্ণু পদক্ষেপ বলে মনে করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।