A poetic tribute to 'Maa' on Mother's Day and 'Rabir Kiran' on Tagore's birth day
মা (Maa)
ড. মানসী দাস
মা
হাজার প্রতিকুলতা ভাঙার
মজবুত হাতিয়ার |
এগিয়ে চলার শক্তি,
ভেঙে ফেলে বাঁধার পাহাড় ||
মা
পরাজয়ের গ্লানি শেষে
জীবনের স্লোগান |
অপমানের ব্যাথা ভোলানো
ঘুমপাড়ানী গান ||
মা
প্রখর তাপের দগ্ধ দুপুর শেষে
শান্ত গোধূলী বেলা |
রাতের আঁধারের বুকে
হাজার তারার মেলা ||
মা
ঘুমহীন রাতের পরে
নির্ভয় আশ্রয় |
কত শত আবদারের কাছে
ভালোবাসার প্রশ্রয় ||
মা
দিকভ্রষ্ট পথের শেষে
দিশার ধ্রুবতারা |
মেঘহীন মনের আকাশে
অবিরাম মুক্তধারা ||
মা
দমবন্ধ হাওয়ায়
বিশুদ্ধ প্রশ্বাস |
মৃতপ্রায় জীবনে
বেঁচে থাকার আশ্বাস ||
মা
গতিহীন চলার পথে
দুরন্ত উচ্ছ্বাস |
নিভে যাওয়া কষ্ট আগুনে
জ্বলন্ত বিশ্বাস ||
মা
না বলা কথার অরণ্যে
হারানো কবিতা ।
সময়ের স্রোতে ভেসে যাওয়া
রাজকন্যার রূপকথা ||
মা
সাঁঝবাতির আলোয় আলোকিত
অমবস্যার রাত্রি |
কালরাত্রির অভিশাপ শেষে
নির্ভিক বিজয়েত্রী ||
রবির কিরণ (Rabir Kiran)
ড. মানসী দাস
ছোট বেলায় মায়ের মুখে শোনা
যতকিছু গল্প কথা তোমার
কেমন করে যেন ছুঁয়ে যেত,
অবুঝ সরল মনকে আমার |
যদিও সে সব কথা উপলব্ধি করার
মতন বয়স হয়নি তখনও,
তবুও কেন জানি কিছু কিছু কথা
মনের মধ্যে গেঁথে গিয়েছিলো |
তোমারি গানের কথা ও সুরে,
শুরু হতো সকালের প্রার্থনা |
তার অন্তর্নিহিত অর্থ
অনেকটাই ছিল আমার অজানা |
তারপর সময়ের রথে চড়ে
পথ চলতে চলতে কতকিছু শিখলাম |
তোমার রচিত গান ও কবিতায়
তোমাকে আবার নতুন করে চিনলাম |
মনে হয় , কি অদ্ভুতভাবে কতকাল আগে
তোমারি লেখনিতে অনায়াসে
যেন আমার মনের অনেক কথাই,
তোমার রচনায় স্থান করে নিয়েছে |
তাই শুধু বৈশাখ কিংবা শ্রাবণের স্মরণে নয়,
তুমি আছো মোর নিত্য দিনের চলায় ,
তোমার বসতি আমার আত্মায় |
আমার সকল জড়তা কাটিয়ে নিয়ে,
রবির কিরনের পূণ্য ছোঁয়ায়
তুমি রবে আমার সাথে অলক্ষ্যে,
আমার সকল দুঃখ জয়ের নির্ভীক যাত্রায় ||