Congratulations, BJP up against appointment of State Election Commissioner
New Delhi: Oct 15
ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও-এর নিয়োগকে ঘিরে প্রতিবাদে সামিল কংগ্রেস এবং বিজেপি।
উভয় দলই পুরভোটের আগে এই নিযুক্তি বাতিলের দাবি তুলেছে। কংগ্রেস দল এই নিযুক্তিতে সিপিআই-এম দলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।
নিযুক্তি কতটা আইনসঙ্গত হয়েছে, তা নিয়েও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব প্রশ্ন তুলেছে। অন্যদিকে বিজেপি’র অভিযোগ, এইভাবে চটজলদি একজন অবসরপ্রাপ্ত আমলাকে নির্বাচন কমিশনারের পদে বসিয়ে রাজ্যের শাসক দল পুর ভোটকে প্রহসনে পরিণত করতে চাইছে।
কংগ্রেস এবং বিজেপি’র পক্ষ থেকে জি কে রাও-কে শাসক দলের অনুগত বলা হচ্ছে। কিন্তু এখনো আনুগত্যের জুতসই কোন ঘটনার উল্লেখ করে নি।
এটা ঠিকই যে, হঠাৎ করেই অবসরপ্রাপ্ত রাও-কে নিযুক্তি দেওয়া হয়েছে। আর তাতেই ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বিরোধীরা। কয়েক মাস আগেই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়ভার গ্রহন করেন এস কে রাকেশ, তাঁকে দু বছরের জন্য নিযুক্তি দেওয়া হয়।
সামনেই পুর ভোট। সেই অনুযায়ী রাকেশ নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়াও শুরু করেন। কিন্তু এরই মাঝে ছন্দপতনে বিরোধীরা পুর ভোটের আগে একটি ইস্যু পেয়ে গেল।
এমনিতে পুরভোটে বামদলগুলিকে চ্যালেঞ্জ করার মতো কোন রাজনৈতিক ইস্যু বিরোধীরা খাড়া করতে পারছে না। সেই প্রেক্ষিতে জি কে রাও ইস্যু পুরভোটের আগে বিরোধীদের কতটা চাঙ্গা করতে পারে, সেটাই দেখার বিষয়।















