ProMASS: Agartala: Nov 19: ত্রিপুরার খোয়াই ও বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। বড়জলা কেন্দ্রের ভোটার রয়েছেন ৩৯ হাজার ৯৩৩ জন। ভোট কেন্দ্র ৪৮টি। খোয়াই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৯হাজার ৬৩২ জন। ভোট কেন্দ্র ৫২টি। দুই কেন্দ্রেই প্রার্থী রয়েছেন ৫ জন করে।
বড়জলা কেন্দ্রে আজ নির্ধারিত হচ্ছে, তারা হলেন কংগ্রেসের রাজেন্দ্র কুমার দাস, সিপি আইএমের ঝুমু সরকার, বিজেপির শিষ্ট মোহন দাস, তৃনমূল কংগ্রেসের প্রকাশ চন্দ্র দাস ও আমরা বাঙালির বিমল দাস।
খোয়াই কেন্দ্রের প্রার্থীরা হলেন, বিজেপি’র তপন পাল, সি পি আই এমের বিশ্বজিৎ দত্ত, তৃনমূল কংগ্রেসের মনোজ দাস কংগ্রেসের প্রনব বিশ্বাস ও আমরা বাঙালির গৌতম দেব। প্রত্যেক ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিণীর জওয়ানরা।