গৌহাটিতে আজ থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ আসাম স্টেট ফিলম্ অ্যাওয়ার্ডস্ ফেস্টিভ্যাল। এই উৎসব চলবে চার দিন। ফিলম্ উৎসবে প্রখ্যাত সঙ্গীত নির্দেশক রমেন বরুয়াকে ‘লাইফ টাইম এচিভমেন্ট’ সম্মানে ভূষিত করা হবে। ফিলম্ উৎসবে মোট ১৬টি ফিলম্ দেখানো হবে। প্রথম দেখানো হবে বিদ্যুৎ চক্রবর্ত্তী নির্দেশিত ‘দিওয়ার’ ফিল্ম।
ফিলম্ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফিলম্ নির্দেশক কুন্দন শাহ্, আনোয়ার হুসেন এবং অভিনেত্রী সিমা বিশ্বাস। এছাড়াও, আসাম সরকারের গণ্যমান্য ব্যাক্তিরাও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। (http://www.enewstime.in/?p=868) ফিলম্ উৎসবের অংগ হিসাবে ১৫ অক্টোবর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। কুন্দন শাহ্ এই কর্মশালাটি পরিচালনা করবেন। উল্লেখ্য কমেডি জগতে তাঁর নিজস্ব স্টাইলের জন্য কুন্দন শাহ্ সকলের কাছে পরিচিত। কুন্দন শাহ্-এর কর্মশালাটি পাঞ্জাবাড়িতে আসাম ফিলম্ কর্পোরেশনের ‘জোনাকি’ প্রকল্পে অনুষ্ঠিত হবে।