উত্তর-পূর্বাঞ্চল রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রী আর কে গুপ্তা| একই সাথে তিনি উত্তর-পূর্ব রেলের নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবেও এদিন দায়িত্ব নেন | এদুটো পদই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন| শ্রী গুপ্তা বর্তমানে প্রধানত পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পদে রয়েছেন| ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইনজিনীয়ারস এর ১৯৭৭ সালের ব্যাচের আধিকারিক শ্রী গুপ্তা বহু গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পন্ন করেছেন| এরমধ্যে অন্যতম, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা জাতীয় রেল প্রকল্পের রুপায়ন| ৩৩০০ কিমি দীর্ঘ বৃহত্তর রেল পরিকাঠামো প্রকল্প রূপায়নে দায়িত্বপ্রাপ্ত ফ্রেট করিডোর কর্পোরেশন এরও তিনি মানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন| রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ব্যবসায়িক উত্কর্ষ দেখানোর জন্য তিনি ২০১৫ সালের চানক্য পুরস্কার লাভ করেন |