Pro-MASS News Bureau: Jan 1, 2016:
‘কৃষি বিমা’ ও ‘কৃষি বিপনন’ নিয়ে কৃষকদের জন্য দুটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। এই দুটি মোবাইল অ্যাপ পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রিয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রাধামোহন সিং। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘কৃষি বিমা’ মোবাইল অ্যাপ পরিষেবার মাধ্যমে বিমা সংক্রান্ত বিশদ তথ্য কৃষকদের কাছে পৌঁছে যাবে। বিশেষ কোনও শস্যের বিমার জন্য প্রিমিয়ামের পরিমাণ, বিমার আওতাধীন বিষয়সমূহ এবং ঋণ গ্রহণকারী চাষির ঋণের পরিমাণ সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে এই মোবাইল অ্যাপ-এ। কেন্দ্রিয় ও বেসরকারি বিমা সংস্থার মাধ্যমে কৃষি বিমা করা যাবে। ‘কৃষি বিপনন’ মোবাইল অ্যাপ সম্পর্কে রাধামোহন সিং বলেন, ৫০ কিমি-র মধ্যে মান্ডি বা কৃষি বাজারে নির্দিষ্ট শস্যের মূল্য সম্পর্কে তথ্যাদি এই অ্যাপ-এর মাধ্যমে জানা যাবে। দেশের অন্যান্য মান্ডিতেও শস্যের মূল্য সম্পর্কিত তথ্য এই অ্যাপ-এ পাওয়া যাবে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘কিষাণ জয় বিজ্ঞান সপ্তাহ’। এ্ররই অংগ হিসেবে এই দুটি অ্যাপ-এর সূচনা করা হল বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানান।