ProMASS: Dec 28, 2016: বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে ডেঙ্গুরোগ প্রতিরোধে কলকাতা পুরসভা আগামী দিনে ব্যাপক সচেতনতা কর্মসূচি গ্রহন করেছে। এর অঙ্গ হিসেবে আগামী সাতই জানুয়ারী শহরের সর্বত্র সচেতন পদযাত্রার আয়োজন করা হয়েছে। পুরভবনে গতকাল স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ আকাশবানীকে বলেন, তাপমাত্রা পরিবর্তনের ফলে বর্তমানে সারা বছরই এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকছে বলে মানুষ সচেতন না হলে এই রোগ নিমূল অসম্ভব।—-(বাইট)
পুরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপা্শি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে পদযাত্রা বেরোবে ।
Courtesy: AIR NEWS