ProMASS: Jan 11, 2017:তৃনমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুনাল ঘোষকে গতকাল সি বি আই দফতরে ১২ ঘন্টারও বে্শি সময় ধরে জেরা করা হয়। সারদা মামলায় তার জড়িত থাকার অভিযোগ সম্পর্কে এই সাংসদ কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সি বি আই সূত্রের খবর। শ্রী ঘোষ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রাত প্রায় ১২-টা পর্যন্ত তাকে সি বি আই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
উল্লেখ্য, যোগাযোগ মন্ত্রক সম্প্রতি কুনাল ঘোষকে উপদেষ্টা কমিটির সদস্য করলেও ব্যক্তিগত কারন দেখিয়ে ওই পদ নিতে রাজি হননি।
Courtesy: AIR NEWS