আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৩দিন ব্যাপী ‘নীরমহল পর্যটন উৎসব’, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সিপাহীজলা জেলার মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে বিকেল সাড়ে ৪টায় এই ‘উৎসব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। সিপাহীজলা জেলা শাসক প্রদীপ চক্রবর্ত্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মূলত রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দেশের অন্যান্য রাজ্যের ভ্রমণ পিপাসুদের সামনে পর্যটনের আকর্ষন হিসাবে নীরমহল-কে তুলে ধরতে পর্যটন দপ্তর ব্যাপক কোন প্রয়াস নিয়েছে শোনা যায় নি। বর্তমানে ডিজিটাল যুগে বিভিন্ন সামাজিক সাইট ব্যবহার করে নীরমহল উৎসবের বার্তা দেশ-বিদেশের ভ্রমন-পিপাসুদের সামনের তুলে ধরা উচিত ছিল বলে অনেকের ধারণা।