
গ্রামীন জনপদবাসীদের পানীয় জলের সমস্যা মেটাতে দক্ষিণ জেলার সাতচাঁদ ব্লক বিশেষ উদ্যোগ নিয়েছে। ব্লক এলাকার ৬টি জনবহুল অঞ্চলে পানীয় জলের পাকা জলাধার তৈরি করা হচ্ছে। পাকা জলাধারগুলি স্বাস্থ্য কেন্দ্র ও বিদ্যালয়গুলির কাছাকাছি এলাকায় করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাতচাঁদ ব্লকের বি ডি ও জানিয়েছেন, কালীরবাজার, তৈকুম্ভাবাজার, কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গুনধন পাড়া এস বি স্কুল, অন্নদাপ্রসাদ পাড়া হাইস্কুল, চালিতাছড়ি মডেল স্কুল এলাকায় এই জলাধারগুলি তৈরি করা হবে। সব মিলিয়ে এতে পঞ্চায়েত উন্নয়ন তহবিলে ব্যয় হবে আনুমানিক ৮ লক্ষ ৩৫ হাজার টাকা।