ProMASS: Dec 26, 2016: নোট বাতিলের প্রতিবাদে বিরোধীদের একজোট করতে তৃনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ আবার দিল্লী যাচ্ছেন। পরবর্তী কর্মসূচী স্থির করতে আগামীকাল বিরোধী দলগুলির বৈঠকে তিনি যোগ দেবেন বলে তৃনমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। পাশাপাশি আম-আদমি পার্টির নেতা, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ্ কেজরীওয়াল এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও মমতা ব্যানার্জী আলাদাভাবে বৈঠক করতে পারেন
উল্লেখ্য, নতুন বছরের প্রথম সপ্তাহেই মোদী হঠাও, দেশ বাঁচাও স্লোগান নিয়ে তৃনমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন করবে বলে দলনেত্রী আগেই ঘোষনা করেছিলেন।
Courtesy: AIR NEWS