ProMASS News Bureau: Jan 2, 2016:
প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর আজ পাঠানকোট-এ সন্ত্রাসী হামলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন এবং হামলার বিস্তারিত পর্যালোচনা করেছেন।
বৈঠকের পর পাঠানকোটে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে, পাঠানকোটের মিলিটারি এলাকায় হামলা হওয়ার আগাম খবর গোয়েন্দা সূত্রে আগেই জানা ছিল। সেই অনুযায়ী, হামলা মোকাবিলা ও ব্যর্থ করতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়। কার্যকরী প্রস্তুতি এবং সুরক্ষা বাহিনীর জওয়ানদের মধ্যে সমন্বয়ের কারণেই পাঠানকোট বায়ু সেনার শিবিরে জঙ্গীরা পৌঁছুনো মাত্রই প্রহরারত জওয়ানদের নজরে পড়ে যায়। সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নজরে পড়ার পরই অনুপ্রবেশকারিদের চ্যালেঞ্জ করা হয়। ফলে জঙ্গীরা বায়ু সেনার টেকনিক্যাল এরিয়া, যেখানে নানা ধরণের মূল্যবান সম্পদ রাখা আছে, সেখানে পৌঁছাতে পারে নি। সুরক্ষা বাহিনীর জওয়ানদের তৎপরতায় টেকনিক্যাল এরিয়ায় জঙ্গীরা নাশকতামূলক কাজ করতে পারে নি।
অপারেশন এখনো জারি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে, সেনাবাহিনী, এন এস জি এবং স্থানীয় সিভিল পুলিশের সাথে বায়ুসেনার পশ্চিমাঞ্চল এয়ার কমান্ডের কমান্ডিং-ইন-চিফ ঘটনাস্থলে থেকে অপারেশনটি সুপারভাইজ করছেন এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করছেন।
এদিকে, পাঠানকোটে বায়ুসেনা ছাউনিতে জঙ্গী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা এজেন্সিগুলিকে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নয়াদিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশে সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে।
পাঠানকোটে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। শনিবার (২ জানুয়ারি) তিনি বলেন, যদিও ভারত পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায়, তাসত্ত্বেও এই ধরণের যে কোন হামলার যোগ্য জবাব দেওয়া হবে।