ProMASS: Jan 02, 2017: পেট্রোল-ডিজেলের দাম গত মধ্যরাত থেকে আবার বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ১ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯৭ পয়সা। এই নিয়ে এক মাসের মধ্যে পেট্রোলের দাম তিনবার এবং পনেরো দিনের মধ্যে ডিজেলের দাম দু’বার বাড়ল। কলকাতায় পেট্রলের দাম বেড়ে হয়েছে, লিটার পিছু ৭৩টাকা ১৩পয়সা এবং ডিজেলের দাম ৬০ টাকা ৬পয়সা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার দামে ওঠা পড়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
Courtesy:AIR NEWS