ProMASS News Bureau: Jan 4, 2016:
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এবং পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী নিহাল চান্দ পৃথক পৃথক সরকারী কর্মসূচিতে দু’দিনের রাজ্য সফর করবেন। শ্রীমতী সীতারামন মঙ্গলবার আগরতলা পৌঁছুবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা আছে। বুধবার ৬ই জানুয়ারি তিনি সোনামুড়ায় শ্রীমন্তপুর ল্যান্ড-কাস্টমস্ -এর উদ্বোধন করবেন।
শ্রী নিহাল চান্দ মঙ্গলবার আগরতলার প্রজ্ঞাভবনের দুই নম্বর হলে ত্রিপুরা সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে পঞ্চায়েতরাজ ব্যবস্থা এবং ষষ্ঠ তপশিল-ভুক্ত এলাকায় নির্বাচিত জন প্রতিনিধিদের সঙ্গে এবং পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে মতামত বিনিময় করবেন। বুধবার তিনি শিবনগর এডিসি ভিলেজ এবং কাঠিরাম বাড়ি ভিলেজ কমিটিতে এম জি এন-রেগা প্রকল্পের আওতায় উদ্যানশিল্প কেন্দ্র সহ বিভিন্ন কর্মস্থল পরিদর্শন করবেন। দু’টি স্থানই পশ্চিম ত্রিপুরা জেলার মানদাই ব্লকের অন্তর্গত। তিনি কাঠিরামবাড়ি পঞ্চায়েত (ভিলেজ কমিটি) অফিসে এম জি এন রেগা-র মাধ্যমে যারা চা-বাগিচা গড়ে তুলেছেন সেই সব ক্ষুদ্র চা উৎপাদকদের সঙ্গে মতামত বিনিময় করবেন। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এছাড়াও বাঁশ উৎপাদন, চা চাষ, পুকুর খনন, গুচ্ছ গ্রাম, গুচ্ছ গৃহ নির্মাণ ব্যবস্থা ইত্যাদি সফর করবেন।
তিনি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়ার অন্তর্গত উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে এম জি এন রেগা-র কাজ, ইন্দিরা আবাস যোজনার গৃহ, মজলিশপুর পঞ্চায়েতের তত্ত্বাবধানের ব্যক্তিগত বাসাবাড়িতে নির্মিত শৌচালয় এবং পি ডি এফ তহবিলের আওতায় পানীয় জল সরবরাহের জন্য নির্মিত পাইপ লাইন পরিদর্শন করবেন। এদিন দুপুরের পর তিনি উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জন-প্রতিনিধি এবং কয়েকজন এম জি এন–রেগা সুবিধা প্রাপকের সঙ্গে মতামত বিনিময় করবেন।