ProMASS: Dec 27, 2016: মেট্রোরেল এবং শহরতলির চলতি ও আসন্ন সমস্ত রেল প্রকল্পের দায়িত্ব, এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে ব’লে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্র উদ্ধৃত ক’রে সংবাদসংস্থা পিটি আই জানিয়েছেন, মুখ্যসচিব, পরিবহন সচিব এবং নগরোন্নয়ন দপ্তরের সচিবকে ‘রেল ওয়ার্কস প্ল্যানিং ডাইরেক্টোরেটের’ পক্ষ থেকে গত সপ্তাহেই এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েকবছরে মোট্রোসহ বিভিন্ন রেল প্রকল্পে নানারকম বাধা ও বিলম্বের জন্য রেলের ১৫হাজার কোটি টাকার মতো লোকসান হয়েছে। ঐ চিঠিতে, এখন থেকে প্রস্তাবিত যেকোন রেল প্রকল্পের জন্য জমি জবরদখলমুক্ত করা এবং উচ্ছেদ হওয়া মানুষদের পুনর্বাসনের দায়িত্ব রাজ্যসরকারকে নিতে বলা হয়েছে। প্রকল্পের খরচ তুলতে রাজ্য শহরাঞ্চলে পরিবহন প্রকল্পের জন্য বরাদ্ধ অর্থ ব্যবহার করতে পারে। বিভিন্ন ধরনের শুল্ক এবং উন্নয়ন-ফি বসিয়েও অর্থের সংস্থান করা যেতে পারে ব’লে রেল পরামর্শ দিয়েছে।
Courtesy: AIR NEWS