ProMASS: Jan 10,2017 : শহরের দূষন রুখতে পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় বায়োগ্যাস চালিত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ শে মার্চ থেকে দেশের মধ্যে কলকাতায় প্রথম এই ধরনের বাস চালানো শুরু হতে পারে ব’লে পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উল্টোডাঙা থেকে গড়িয়া পর্যন্ত সাড়ে সতেরো কিলোমিটার রাস্তা ছাড়াও উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ এই দুটি রুটে নয়া প্রযুক্তির এই বাস চালানো হবে ব’লে স্থির হয়েছে।বর্জ্য পদার্থ থেকে উৎপাদিত জ্বালানীতে চলা একটি বাসের দাম পড়বে প্রায় ১৭ লক্ষ টাকা। এক কিলোগ্রাম বায়োগ্যাসে বাসগুলি ২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। এ’জন্য খরচ হবে মাত্র ৩০টাকা।
Courtesy:AIR NEWS