ProMASS: Jan 09, 2017: রোজভ্যালী কান্ডে ধৃত তৃনমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আজ পুনরায় ভুবনেশ্বরের আদালতে তোলা হবে। আরো জেরা করার জন্য সিবিআই তাঁকে আবার হেফাজতে চাইবে বলে সূত্রের খবর। সারদা কেলেঙ্কারীতেও এই সাংসদ জড়িত বলে তদন্তকারীদের দাবি। সুদীপ বাবু অবশ্য এই অভীযোগ অস্বীকার করেছেন।
এদিকে, কলকাতা থেকে ভুবনেশ্বর গিয়ে তৃনমূল কংগ্রেস নেতারা গতকাল সিবিআই দফতরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। দফতরের অদূরে দলের প্রতিবাদ বিক্ষোভের জায়গাটিও তাঁরা ঘুরে দেখেন। গামীকাল এই প্রতিবাদ সভা হবে। আজ ভুবনেশ্বর রেলস্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের করা হবে বলে তৃনমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। গতকাল ভুবনেশ্বর পৌছে তিনি ফের, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করে বলেন,সুধীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের মতো সাংসদকে গ্রেফতার করে নোটবাতিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন বন্ধ করা যাবে না। শ্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রীমা ভট্টাচার্য ও মণীশ গুপ্তও ভুবনেশ্বর গেছেন। সুদীপ বাবুর স্ত্রী , বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় গতকাল ও সিবিআই অফিসে তাঁর সঙ্গে দেখা করেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বর্ধমান কৃষি খামারে, ‘মাটি তীর্থ কৃষি কথা’র স্থায়ী প্রাঙ্গনে মাটি উৎসবের সূচনা করবেন। সেখান থেকেই তাঁর ৬৫ টি প্রকল্পের উদ্বোধন এবং ৬৪ টি প্রকল্পের শিলান্যাস করার কথা। এছাড়া এই অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা, প্রাপকদের হাতে তুলে দেবেন।
Courtesy: AIR NEWS