ProMASS News Bureau: Agartala, Sep 12, 2016: ত্রিপুরা বিধানসভায় তৃণমূল দলকে মুখ্য বিরোধী দল এবং তৃণমূল বিধায়ককে বিরোধী দলনেতার স্বীকৃতি দিতে অসম্মতি জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র দেবনাথ। সুপ্রিম কোর্ট, লোকসভা এবং ত্রিপুরা বিধানসভার সংশ্লিষ্ট আইন মোতাবেক তৃনমূল দলের দাবির সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয় বলে আজ অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন। অধ্যক্ষর এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ কী হবে তা দল খুব শীঘ্রই স্থির করবে বলে জানান তৃণমূল পরিষদীয় দলের নেতা তথা বিরোধী দল নেতা পদের দাবিদার দিবা চন্দ্র রাঙ্খল।
উল্লেখ্য সম্প্রতি সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মন ত্রিপুরা বিধানসভা আইন ১৯৭২ এবং ত্রিপুরা বিধানসভা আইন ২০০৮-এর উল্লেখ করে তৃণমূল দলকে রাজ্য বিধানসভায় বিরোধী দলের মর্যাদা দেওয়ার দাবি জানান। সংসদীয় গণতন্ত্রে বর্তমান লোকসভায় নির্দিষ্ট সংখ্যক আসন না থাকায় কংগ্রেস দলকে বিরোধী দলের মর্যাদা দিতে অস্বীকার করেছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
অধ্যক্ষ আজ বিধানসভার মুখ্য সচেতক হিসেবে সি পি আই এম-এর বাসুদেব মজুমদারের নাম ঘোষনা করেন। উল্লেখ্য, সি পি আই (এম)-এর প্রয়াত সমীর দেব সরকারের পদে বাসুদেব মজুমদার স্থলাভিসিক্ত হয়েছেন।