ProMASS News Bureau: Agartala: Sep 27, 2016: ত্রিপুরায় রেশন দোকানে সরবরাহ করা চিনির দাম বাড়ানো হচ্ছে। আগামী ১লা অক্টোবর থেকে প্রতি কেজি চিনির দাম ৪ টাকা করে বেড়ে হবে প্রতি কিলো ২৬ টাকা। রাজ্যের খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা মঙ্গলবার মহাকরণের এখবর জানান। তিনি বলেন, চিনি সরবরাহকারি ঠিকেদারদের সঙ্গে চুক্তি অনুযায়ী অক্টোবর থেকে আগামী ছয় মাসের জন্য চিনি বাড়তি দর স্থির করা হয়েছে। পাশাপাশি শারদ উৎসব উপলক্ষ্যে আগামী ১লা অক্টোবর থেকে রেশনে মাথাপিছু চিনির বরাদ্দ বাড়ানো হয়েছে। ভানুলাল সাহা জানান, আগরতলা পুর নিগম এলাকায় মাথাপিছু চিনির বরাদ্দ ৪০০ গ্রাম থেকে বাড়িয়ে ১ কেজি ৪০০ গ্রাম এবং পুর নিগমের বাইরের এলাকায় ও রাজ্যের অন্যত্র চিনির মাথাপিছু বরাদ্দ ২৫০ গ্রাম থেকে বাড়িয়ে ৮৫০ গ্রাম করা হয়েছে।