ProMASS: Jan 18, 2017: ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে চার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ত্রিপুরায় দুটাকা দরে মাথাপিছু ১০ কিলো চাল দেওয়ার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি মেটাতে তাঁর মন্ত্রক গুরুত্ব সহ বিচার করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। এছাড়া, রেশন সামগ্রী সংগ্রহে রাজ্য সরকার আরও সক্রিয় ভূমিকা নেবে এবং ভারতীয় খাদ্য নিগম (এফ সি আই) সেক্ষেত্রে প্রয়োজনীয় খরচ বহন করবে বলেও জানানো হয়।
রেল মন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী রাজ্যে রেল পরিষেবার সম্প্রসারণ ও মানোন্নয়ন বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করেন। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেলপথ দ্রুত নির্মাণ করার দাবির পাশাপাশি ত্রিপুরায় রেল ডিভিশন স্থাপন করা, আগরতলা রেলস্টেশনের সম্প্রসারণ, আগরতলা ও উদয়পুরের মধ্যে যাত্রী পরিষেবা দ্রুত চালু করা এবং রেল পরিষেবার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে দাবি জানান। সুরেশ প্রভু জানিয়েছেন, আগামী ২০১৯ সালের মধ্যে আগরতলা-সাব্রুম রেলপথ নির্মানের কাজ শেষ হবে। রেল ডিভিশন স্থাপন না করেও ত্রিপুরার প্রতি বিশেষ নজর দেওয়া হবে বলে রেলমন্ত্রী আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং আগরতলা বিমান বন্দরের সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করেন। সম্প্রসারণের কাজের শিলান্যাস করার চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে কেন্দ্রীয় মন্ত্রীকে মানিক সরকার অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রী বিষয়গুলি গুরুত্ব সহ বিবেচনা করা হবে বলে জানিয়েছেন।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গেও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন।