Feb 10, 2017: পশ্চিমবঙ্গের বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র দুপুর দু’টোয় ২০১৭-১৮’র বাজেট পেশ করবেন। তবে, বিরোধী কংগ্রেস এবং বামেরা উপস্থিত থাকবেন না। অধিবেশন বয়কট করে তাঁরা বিধানসভা ভবন চত্বরে বিকল্প প্রতীকি বাজেট পেশের মধ্য দিয়ে বিক্ষোভ দেখাবেন। এই কর্মসূচি সম্পর্কে কংগ্রেস পরিষদীয় দলের উপনেতা নেপাল মাহাতো জানান, বিধানসভায় যে বাজেট পেশ হবে তা মিথ্যায় ভরা।
সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, তাঁদের এই বাজেট পেশ প্রতীকি। গত বুধবার, বিধানসভায় সম্পত্তি রক্ষা বিল পেশের সময় তুলকালাম কান্ড এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নানের হেনস্থার প্রতিবাদে বাম ও কংগ্রেস বিধায়করা গতকালও বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। বামেরা কলকাতায় প্রতিবাদ মিছিল বের করেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে রাজ্য সরকারের আনা বিলের তীব্র নিন্দা ক’রে জানিয়েছেন, এর বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে।
পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের আচরণের সমালোচনা করেছেন। অসুস্থ আব্দুল মান্নানকে দেখতে পার্থ চট্টোপাধ্যায় এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল হাসপাতালে যান।
রাজ্য বিধানসভায় গত বুধবারের ঘটনাকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি দুঃখজনক ব’লে মন্তব্য করেছেন। গতকাল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। গতকালের অনুষ্ঠানে কবি সুবোধ সরকারের সাম্মানিক ডি-লিট এবং পুণের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ’-এর ডিরেক্টর কৃষ্ণ.এন. গণেশকে সাম্মানিক ডি,এস.সি. প্রদান করা হয়।