Apr 13,2017: কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা বলেছেন, শূন্যপদে চাকরি দেবার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে পদক্ষেপ নিচ্ছে। গতকাল মহাকরনে তিনি বলেন, কৃষি আধিকারিকের ৫০টি শূন্যপদে নিয়োগে পরীক্ষা নেবার জন্য টি. পি.এস.সি-কে বলা হয়েছে। খুব শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া, আতমা (ATMA) প্রজেক্টে ১১৬টি পদে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, এ ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করা যাবে। তিনি বলেন, রাজ্য সরকারের কোনও দপ্তরেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়নি। নিয়োগ প্রক্রিয়া চালু আছে। অনশনকারী কৃষি স্নাতকদের চাকরীর ব্যাপারেও রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক বলে কৃষিমন্ত্রী মন্তব্য করেন। (AIR NEWS)