Apr 15, 2017: নতুন বছরে নতুন কিছু ভাবনা নিয়ে পথ চলা শুরু করল কোলকাতার যাদবপুর ও তার আশেপাশের এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা। প্রস্তুতি চলছিল গত দুমাস ধরেই, লক্ষ্য ছিল বিশ্বায়নের হাত ধরে ছিদ্রপথে প্রবেশ করা অসুস্থ ও অসাংস্কৃতিক পরিবেশকে প্রতিহত করা। লক্ষ্য ছিল এলাকার মানুষকে বিকল্প সুস্থ, সংস্কৃতির বার্তা দেবার, লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করার।
তাই ১৪২৪-এর সকালে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মঙ্গল পদযাত্রায় পা মেলালেন হাজার হাজার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। আগের রাত্রে অর্তকিত বাধাতে ব্যাহত হয়েছে রাস্তায় আঁকার কাজ। তাই আলপনা অসমাপ্ত। তবুও ‘রাস্তাই রাজপথ’ মনে করেই নতুন দিনের ভোরে সকল ভ্রান্তি দূর করে ধর্মনিরপেক্ষ শান্তিপূর্ণ সমাজের শপথ নিলেন আট থেকে আশির সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষেরা।
বাংলাদেশ থেকে আসা শিল্পীরা হাত বাড়িয়ে দিয়েছেন মুখোশ, সুদৃশ্য পাখা, ধামা, ঝুড়ি দিয়ে মিছিলকে রঙিন করতে, ছিল বিষ্ণুপুরের ঘোড়াও। সমগ্র বাংলার শিল্প আর সংস্কৃতি এক সাথে পথ হাঁটল আজ নববর্ষের ভোরে। মিছিলে ছিল বাংলা লোকগান, পথনাটিকা। যাদবপুর বিদ্যাপীঠ প্রাঙ্গনে আয়োজিত হয়েছে সাংস্কৃতিক উৎসব, চলল গুণীমানুষ জনেরা আবৃত্তি পাঠ, গান – ‘চলছে আজ চলবে কাল/শান্তির এই মিছিল’।
Courtesy: Paramita Gharai