May 30, 2017: মুখ্যমন্ত্রী মানিক সরকার চলতি অর্থ বছরে উত্তরপূর্বাঞ্চল পরিষদের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন।গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত পরিষদের ৬৬তম বৈঠকে মুখ্যমন্ত্রী এই দাবি জানান । তিনি বলেন, চলতি অর্থ বছরে উত্তরপূর্বাঞ্চল পরিষদের জন্য বাজেট বরাদ্দ মাত্র ৯২৫কোটি টাকা । যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এর ফলে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা ও লুকইস্ট নীতির বাস্তবায়নও সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, যোজনা কমিশনের বিলুপ্তির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার বিশেষ পরিকল্পনা সহায়তা বন্ধ করে দেয়। এতে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রচন্ডভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্হায় এন.ই.সি’র বরাদ্দ বৃদ্ধি করে তিনি রাজ্যগুলিকে আংশিক ক্ষতি মিটিয়ে দেবারও দাবি জানান ।
মুখ্যমন্ত্রী এদিন উত্তরপূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে একটি দীর্ঘ মেয়াদী সুসংহত পরিকল্পনা প্রনয়নের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি স্বল্প ও মাঝারী মেয়াদী পরিকল্পনা প্রনয়নেও গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা –কৈলাশহর –শিলচর-গুয়াহাটি উড়ান চালু করা, ত্রিপুরায় একটি রেল ডিভিশন স্হাপন, আগরতলা থেকে মায়ানমার পর্যন্ত রেল পথের সমীক্ষা এবং উত্তরপূর্বের সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে ১০০ শতাংশ অনুদান দেবার অনুরোধ জানিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রেশনে মাথাপিছু ৫কেজি’র পরিবর্তে ৭কেজি চাল, পুনরায় ভর্তূকি মূল্যে চিনি সরবরাহের দাবি জানান। তিনি রেশনে কেরোসিনের মূল্য হ্রাসেরও দাবি জানান। তিনি এম.জি.এন-রেগা প্রকল্পে কমপক্ষে ১০০ দিনের কাজ নি্শ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি এম.জি.এন-রেগা প্রকল্পে মুজুরি প্রদানের পদ্ধতির সরলীকরনের দাবি জানান । পুলিশী আধুনিকীকরনে বরাদ্দ বৃদ্ধির জন্য উত্তরপূর্ব
উন্নয়ন মন্ত্রীর দৃষ্টিআকর্ষন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।