Agartala, Dec 28: রান্নার গ্যাসের গ্রাহক কিংবা তার স্বামী বা স্ত্রীর পূর্ববর্তী বছরের মোট করযোগ্য আয় ১০ লক্ষ টাকা অতিক্রম করলে তিনি আর এল পি জি-তে ভর্তুকির সুযোগ গ্রহণ করতে পারবেন না।
এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের নাগরিকদের ওপর সরকারের আস্থা রয়েছে এই ঘোষণা মারফৎ জানানো হয়েছে যে সূচনায় এল পি জি গ্রাহকদের স্বেচ্ছায় তাদের বার্ষিক করযোগ্য আয় ঘোষণার সুযোগ দেওয়া হবে।
এই ব্যবস্থাটি চালু হবে আগামী বছরের গোড়ায় অর্থাৎ জানুয়ারি মাস থেকে সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রে।
সারা দেশে বর্তমানে এল পি জি গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ৩৫ লক্ষ। ‘পহল’ কর্মসূচির আওতায় ১৪ কোটি ৭৮ লক্ষ গ্রাহকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি জমা পড়ার ব্যবস্থা রয়েছে।
সেইসঙ্গে, অবস্থাপন্ন পরিবারগুলির কাছে সরকার আবেদন জানিয়েছিল স্বেচ্ছায় গ্যাসের ওপর ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এ পর্যন্ত ৫৭ লক্ষ ৫০ হাজার গ্রাহক স্বেচ্ছায় এল পি জি-র ওপর ভর্তুকি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এর ফলে, যে অর্থের সাশ্রয় ঘটে তার সাহায্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়া হয় এল পি জি সংযোগ।
কেরোসিন, কয়লা, গোবর, কাঠ ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে দরিদ্র পরিবারগুলিকে যে হয়রানি ও দূষণের শিকার হতে হয় তা থেকে তাদের রক্ষা করতেই সরকার ‘গিভ ইট আপ’ এবং ‘গিভ ব্যাক’ অভিযানের মাধ্যমে অবস্থাপন্ন পরিবারগুলির ভর্তুকি ছাড়ের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে দরিদ্র পরিবারগুলির কাছে রান্নার গ্যাসের সুযোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে স্বচ্ছল ও অবস্থাপন্ন পরিবারগুলি যাতে ভর্তুকি ছেড়ে দিতে আরও বেশি করে এগিয়ে আসে সেই লক্ষ্যেই সরকার বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি উপার্জনকারীদের ভর্তুকিতে রান্নার গ্যাসের যোগান না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।