ProMASS News Bureau: Feb 8, 2016:
[Scroll down for Eng Version] আগামী ৯ এবং ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে দু-দিনের রাজ্যপালদের সম্মেলনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এটি ৪৭-তম সম্মেলন এবং চথুর্থ সম্মেলন যেটি স্বয়ং রাষ্ট্রপতি সভাপতিত্ব করছেন। ২৩-জন রাজ্যপাল এবং দুজন উপরাজ্যপাল সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থ, নগরোন্নয়ন, প্রতিরক্ষা, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং বেশ কয়েকজন প্রতিমন্ত্রী।
সম্মেলনে অভ্যন্তরীন এবং বহির্নিরাপত্তা বিশেষ করে সন্ত্রাসবাদ সম্পর্কিত সমস্যার সমাধান কি করে করা যায় সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে। পাশাপাশি, আলোচনা করা হবে যুবশ্রেণীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার নিয়েও। এর সঙ্গে আলোচনা করা হবে স্বচ্ছ ভারত, ২০২২ সালের মধ্যে সকলের জন্য আবাসনের ব্যবস্থা করা, উচ্চ শিক্ষার মান বাড়ানো, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে কতটা দেশ অগ্রসর হল সে বিষয়েও।
The President of India, Pranab Mukherjee will preside over a two day Conference of Governors on February 9 and 10, 2016 at Rashtrapati Bhavan. This is the 47th such Conference to be held in Rashtrapati Bhavan and the fourth Conference to be presided over by President Mukherjee.
Twenty-three Governors and two Lt. Governors of the States and Union Territories will attend the Conference. The Vice President; Prime Minister; Union Ministers of Home Affairs, External Affairs, Finance, Urban Development, Defence, Human Resource Development; Minister of State (I/C) of Ministry of Labour and Employment, Minister of State (I/C) of Skill Development and Entrepreneurship, Minister of State (I/C) of Development of North Eastern Region, Minister of State (I/C) of Commerce and Industry; Vice Chairman, NITI Aayog and National Security Advisor will also participate.
The Conference will deliberate on the following agenda items:
1. Act East Policy and development of North Eastern Region;
2. Giving impetus to “Make in India” programme and employability;
3. Creating jobs for youths: special focus on skill development for school dropouts;
4. Improving quality of Higher Education;
5. Implementation of flagship programmes of the Government like Swachh Bharat Abhiyan, Housing for all by 2022 and Smart Cities and
6. Security: Internal and External with special focus on terrorism and insurgency activities.