ProMASS News Bureau: Feb 26, 2016:
রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার লোকসভায় ২০১৬-১৭ সালের জন্য রেল বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত রেল বাজেটে যাত্রীভাড়া ও পণ্যমাশুল বাড়ানোর কোন প্রস্তাব নেই। রেলমন্ত্রী ১ লক্ষ ২১ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এবারের রেল বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫৩৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে বর্তমানে ১১টি জাতীয় রেল প্রকল্পের কাজ চলছে বলে বাজেট ভাষণে রেলমন্ত্রী উল্লেখ করেন। বাংলাদেশের সাথে রেল সংযোগের সমীক্ষার জন্য ১৫.৭৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজেটের প্রশংসা করে বলেছেন, দেশের পুনর্নিমাণে এই বাজেট সহায়ক ভূমিকা নেবে। ত্রিপুরার বিভিন্ন রেল প্রকল্পের জন্য রেল বাজেটে ৮০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায়, রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে জানান, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল প্রকল্পে ৫০০ কোটি টাকা, আগরতলা-আখাউরা রেল প্রকল্পে ১৫০ কোটি টাকা ও কুমারঘাট-আগরতলা প্রকল্পে ১৫০ কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব করা হয়েছে।