ProMASS, Agartala, Sep 9, 2016: আজ আগরতলার সুকান্ত একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে জিমন্যাষ্ট দীপা কর্মকার ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে সম্বর্ধনা জানালো রাজ্য মহিলা কমিশন।
এদিনের এই অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়, মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্বর্ধনায় আপ্লুত দীপা কর্মকার বলেন, রাজ্যবাসীর অকৃত্রিম ভালবাসা তাঁকে আগামী দিনে আরও ভাল ফল প্রদর্শন অনুপ্রাণিত করবে।