ProMASS, Jan 23, 2017 উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে নির্বাচনী আঁতাতকে তৃনমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বাগত জানিয়েছেন। একটি ট্যুইট বার্তায় তিনি বলেছেন, তৃনমূল কংগ্রেস এই জোটকে পূর্ন সমর্থন জানাচ্ছে। একসময় আসন রফা নিয়ে অমত হওয়ায় এই জোটের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। এরপর অনেক জল্পনা এবং টানাপোড়ানের পর লক্ষ্মৌতে গতকাল কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা যৌথ সাংবাদিক সম্মেলনে এই আসন সমঝোতার কথা ঘোষনা করেন। ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে সমাজবাদী পার্টি, কংগ্রেসকে ১০৫টি আসন ছেড়েছে। সেরাজ্যে ভোট নেওয়া হবে ৭ দফায়।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, পাহাড়ে আরও তিনটি জনগোষ্ঠীর জন্য নতুন বোর্ড গড়ার কথা ঘোষণা করেছেন। কার্শিয়াংয়ে গতকাল উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে তিনি বলেন, গুরুং, খাস ও পাহাড়িয়া জনগোষ্ঠীর জন্য বোর্ড গঠন করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে ১২ টি বোর্ডের জন্য তাঁর সরকার ২৬৮ কোটি ৭৮ লক্ষ টাকা দিচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, নিজেদের মধ্যে অশান্তি না করে, পাহাড়ের উন্নয়নের স্বার্থে সকলকে একজোট হয়ে কাজ করা উচিত। উত্তরবঙ্গ উৎসবের সূচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী গতকাল ৩৪টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।