Aug 03, 2017: শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের আমরন অনশন আন্দোলন অবিলম্বে প্রত্যাহার করে নিতে আবেদন জানিয়েছেন। তিনি গতকাল এক প্রেস বিবৃতিতে বলেন, সর্বশিক্ষা মিশন ও রাজ্য সরকার এই প্রকল্পে নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জীবন ও জীবিকার প্রশ্নে তাদের চাকুরীর নিয়মিতকরণের বিষয়ে নীতিগতভাবে আন্তরিক ও সহানুভূতিশীল।
শিক্ষামন্ত্রী বলেন, সর্বশিক্ষা অভিযান একটি কেন্দ্রীয় প্রকল্প। এক্ষেত্রে চুক্তিবদ্ধ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিত করার ক্ষেত্রে রাজ্য সরকারের সুযোগ ও ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সর্বশিক্ষার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিত করণের বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে জরুরী আবেদন জানিয়েছেন। চাকুরিতে নিয়মিত করণের জন্য রাজ্য সরকারের মতো কেন্দ্রীয় সরকারের কাছে ও দাবী জানানোর জন্য শিক্ষামন্ত্রী সর্বশিক্ষার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের প্রতি আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে আগরতলায় সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকরা আমরন অনশন শুরু করেছেন।