Pro-MASS News Bureau: Dec 17, 2015:
কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে উন্নত দেশগুলি যে বিপুল পরিমানে ভর্তুকী দেয়, সে বিষয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। কেনিয়ার নাইরোবিতে আয়োজিত বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লু টি ও)-র ১০ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সীতারামন কৃষিক্ষেত্রে ভর্তুকীর পরিমাণ কমিয়ে আনতে ধনী দেশগুলি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভর্তুকির পরিমাণ কমিয়ে আনাই ছিল দোহা ডেভেলেপমেন্ট এজেন্ডার (ডি ডি এ) মূল সিদ্ধান্ত। কিন্তু এবারের সম্মেলনে এই বিষয়ে আলোচনা করার কোন সুযোগ নেই। মন্ত্রী বলেন, ডি ডি এ আলোচনার মূখ্য বিষয় ছিল কৃষিক্ষেত্রের সংস্কার।
উন্নয়নশীল দেশগুলির লক্ষ-কোটি গরিব কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘সুরক্ষা কবচ’-এর পক্ষে তিনি জোর সওয়াল করেন। তিনি বলেন, বিকাশশীল অর্থনীতির প্রাথমিক প্রয়োজনীয়তা মেটানোর যুক্তিসঙ্গত উদ্যোগ না নিয়ে, কেবলমাত্র উন্নয়নের এজেন্ডা নিয়ে মাথা ঘামালে চলবে না। বিকাশশীল দেশের কৃষকদের অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সীতারামন বলেন, কিছু কিছু দেশের কৃষি ‘লবি’ বিকাশশীল দেশের কোটি কোটি প্রান্তিক কৃষকের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে। গত ২০০১ সালের দোহার ডি ডি এ এবছরে নাইরোবি সম্মেলনে সমস্যার মুখোমুখি হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যে বৈষম্য জারি থাকলে ডব্লু টি ও-র মন্ত্রীদের ভবিষ্যতে লঘুভাবে বিচার করবে ইতিহাস।