ProMASS News Bureau: Feb 2, 2016:
কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান মন্ত্রী এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদের (সি এস আই আর) সহ-সভাপতি ডঃ হর্ষবর্ধন কৃষিকাজ, ওষধি ও সুগন্ধী গাছ-গাছড়ার প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত কৃষক ও শিল্পোদ্যোগীদের আয় বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তি এবং সর্বাধুনিক প্রজাতির চারাগাছ রোপনের পরামর্শ দিয়েছেন। রবিবার লক্ষ্ণৌ’তে সি এস আই আর-এর ইন্সটিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস আয়োজিত ‘কিষাণ মেলায়’ তিনি ভাষণ দিচ্ছিলেন’ তিনি বলেন, এই ধরণের সর্বাধুনিক প্রযুক্তি শিল্প সংস্থাগুলির জন্য উৎকৃষ্টমানের কাঁচামাল উৎপাদন ও যোগানে বিশেষ সহায়ক হবে।
ডঃ হর্ষবর্ধন বলেন, ওষধি ও সুগন্ধী গাছ-গাছড়া দেশের মূল্যবান সম্পদ। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষকে জীবন-জীবিকার সুযোগ বাড়াতে সুস্থায়ীভাবে এই সম্পদকে ব্যবহার করতে হবে। নতুন শিল্পোদ্যোগ গড়ে তুলে ওষধি ও সুগন্ধী গাছ-গাছড়ার উৎপাদনের প্রসারে ব্যাপক সুযোগ রয়েছে বলেও তিনি জানান। দ্রুত পরিবর্তনশীল জলবায়ুগত পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় রেখে ডঃ হর্ষবর্ধন বিজ্ঞানীদের এই ধরনের গাছ-গাছড়ার সংরক্ষণ ও চাষের জন্য উন্নত প্রযুক্তি আবিষ্কারের আহ্বান জানান। আবিষ্কৃত নতুন প্রযুক্তি ও পন্থা-পদ্ধতিগুলি সম্পর্কে নিয়মিত কৃষকদের অবহিত করার ওপরও তিনি গুরুত্ব দেন। কৃষকদের সচেতন করে তোলার জন্য দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি, কৃষক মেলা প্রভৃতি আয়জনেরও ডঃ হর্ষবর্ধন পরামর্শ দেন।
গ্রামাঞ্চলে কর্মসংস্থান বাড়ানোর জন্য সি এস আই আর স্বনিযুক্তির লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে ডঃ হর্ষবর্ধন তারও প্রশংসা করেন। এবারের কিষাণ মেলায় উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রায় চার জন কৃষক ও শিল্পোদ্যোগী অংশ নিয়েছেন।