ProMASS News Bureau: Feb 6, 2016:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন যে, ভারতীয় অর্থনীতি সম্পর্কে তাঁর মন্ত্রক থেকে সময়ে সময়ে প্রচুর ঘোষণা ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা নিয়ে দেশে বিতর্কেরও শেষ নেই। এই কারণে, এমন একটি মঞ্চ গড়ে তোলা দরকার যেখানে সমস্ত কিছু তথ্য ও পরিসংখ্যানের হদিশ পাওয়া যাবে একসঙ্গে। শুক্রবার জাতীয় রাজধানীতে অর্থ মন্ত্রকের সরকারি ইউটিউব চ্যানেল চালু করে একথা বলেন শ্রী অরুণ জেটলি।
অর্থমন্ত্রী বলেন, সমস্ত কাজকর্মই করা হয় প্রকাশ্যে। কিন্তু তা সত্ত্বেও আরও ভালোভাবে কেউ যদি তা জানার চেষ্টা করেন, তা হলে সেই সুযোগ আমাদের অবশ্যই করে দিতে হবে। এই কারণেই চালু হল সরকারি ইউটিউবের এই মঞ্চটি। এটি গড়ে তোলার জন্য তাঁর মন্ত্রকের তথ্য ও সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ সম্পর্কিত শাখাটির বিশেষ প্রশংসা করেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থসচিব রতন পি ওয়াতল, অর্থনৈতিক বিষয়সমূহ দপ্তরের সচিব শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় রাজস্ব সচিব ডঃ হাসমুখ আধিয়াও এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলটিতে ভিডিও মারফৎ বিভিন্ন তথ্যের হদিশ ও সন্ধান মিলবে। মন্ত্রকের প্রধান প্রধান প্রকল্প, বৈঠক, সংবাদ মাধ্যমের সঙ্গে বৈঠক ও সম্মেলন এবং অন্যান্য বিষয়ের ওপর ভিডিও দেখা যাবে সেই চ্যানেলটিকে। অর্থ মন্ত্রকের এই ইউটিউব চ্যানেল দেখা যাবে https://www.youtube.com/channel/UCz0MtugoyVMdI2wxiDoApPg -এই ওয়েবসাইটে।