অভিন্ন পন্য ও পরিষেবা কর পরিষদ, ৪ স্তরীয় কর কাঠামো চূড়ান্ত করেছিল। এগুলি হবে ৫ শতাংশ, ১২ শতাংশ ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ হারে। গতকাল নতুন দিল্লিতে জি.এস.টি. কাউন্সিলের বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুন জেটলী বলেন, সাধারন মানুষের ব্যবহার্য দ্রব্যের ওপর ৫শতাংশ হারে কর ধার্য করা হবে। গ্রাহকমূল্যসূচক নির্ধারণের জন্য খাদ্যদ্রব্য এবং অন্যান্য যে সমস্ত পণ্যের মূল্য বিবেচনা করা হয়, সেইসব পণ্যের ৫০ শতাংশের ওপর কোন কর ধার্য করা হবে না।
অর্থমন্ত্রী জানান, সর্বোচ্চ কর হার থেকে সংগৃহীত অতিরিক্ত রাজস্ব ব্যবহারকরে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের হারকে ৫ শতাংশে বেঁধে রাখা হবে এবং সাধারন পণ্যের ওপর ১৮ শতাংশ হারে কর আরোপ করা হবে।