ProMASS: DEC20, 2016: মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, রাজ্যের শিক্ষক কর্মচারীদের সর্বাধিক আর্থিক সুযোগ সুবিধা প্রদানে রাজ্যসরকার, আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। বামফ্রন্ট সরকার কোনোও প্রতারনার আশ্রয় নেয় না বলে মুখ্যমন্ত্রী দৃরতার সঙ্গে বলেন। গতকাল রাজ্য বিধানসভায় জরুরী জনস্বার্থ বিষয়ক বিধায়ক রতনলাল নাথের আনা কেন্দ্রীয় সরকারী শিক্ষক-কর্মচারী পেনশনারসদের মতো ত্রিপুরাতেও শিক্ষক-কর্মচারী পেনশনারর্সদের ৭ম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী সংশোধিত বেতন ভাতা গত ১লা জানুয়ারী থেকে কার্যকর করার ব্যপারে্ এক আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্যের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়ার প্রতি রাজ্যসরকার সহানুভূতিশীল। ৭ম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার যথা সময়েই যা সিদ্ধান্ত নেওয়া দরকার তা নেবে। এর আগে বিধায়ক রতনলাল নাথ ও সুদীপ বর্মন আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করে বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষক-কর্মচারী ও পেনশনার্সদের বঞ্চনা করেছে। তাঁরা বলেন,কেন্দ্রীয় ৭ম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় তা জানার জন্য সরকারী শিক্ষক-কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Courtesy: AIR NEWS