ভারতীয় বায়ু সেনা আজ এক দিক-নির্দেশকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে। মহিলারা এবার থেকে আকাশ পথে যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারবে। এয়ার চিফ মার্শাল অরূপ রাহা আজ একথা জানান। হিন্ডন এয়ার বেস-এ বায়ু সেনার ৮৩তম বর্ষ যাপন অনুষ্ঠানে রাহা একথা জানিয়েছেন। বলে রাখা উচিৎ, দেশের তিন বাহিনী – স্থল, নৌ ও বায়ুসেনা বাহিনীদের মধ্যে বায়ুসেনাই প্রথম মহিলাদের রণাঙ্গনে সরাসরি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলো। সরাসরি রণক্ষেত্রে এর আগে মহিলাদের অংশ নেওয়ার সুযোগ ছিল না।
http://www.enewstime.in/?p=826
ভারতীয় বায়ুসেনায় বর্তমানে ৭টি গুরুত্বপূর্ণ বিষয়ে মহিলারা দায়িত্বে রয়েছেন। প্রশাসনিক কাজকর্ম, লজিস্টিক্স, আবহাওয়া বিষয়ক ও বিমান উড়ানের গতিপথ বিষয়ক, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, একাউন্টস এবং প্রশিক্ষণের কাজে বায়ু সেনা মহিলাদের নিযুক্ত করে। এই মুহুর্তে ভারতীয় বায়ুসেনায় ১৫০০ মহিলা কর্মী আছেন। এদের মধ্যে ৯৪ জন মহিলা বায়ুসেনার পাইলট হিসাবে কাজ করছেন। সারা বিশ্ব জুড়েই মহিলাদের রণাঙ্গনে অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ব জোড়া সেই উদ্যোগের সাথে সাযুজ্য রেখেই ভারতীয় বায়ু সেনার এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় বায়ু সেনায় যুদ্ধ সম্বন্ধীত বিষয়ে আধিকারিকদের ঘাটতি মিটবে।