শেয়ার বাজার আজ মোটামুটি স্থিতিশীল। সেনসেক্স ও নিফটি এখনো রেড জোনে আছে। এশিয়া জুড়ে শেয়ার বাজার আজ রেড জোনে। দুপুর ১২টায় Apollo tyres –এর শেয়ার দর প্রায় ৭% বেড়েছে। আর CEAT –এর শেয়ার আজই ৫২ সপ্তাহে সর্বোচ্চ দামে পৌঁছে দুপুর নাগাদ ১০৭৩ টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে। গত ১৬ই অগাষ্ট, এই ওয়েবসাইটে টায়ার কোম্পানির শেয়ার, বিশেষ করে CEAT, Apollo tyres সম্পর্কে বাজারের পজিটিভ মানসিকতার উল্লেখ করা হয়। ক্রেতাদের এই শেয়ার দুটির উপর আগ্রহ দেখে ভালো মুভমেন্ট আশা করা হয়েছিল এবং গত দুদিনে হলোও তাই। তবে এও ঠিক দুটি শেয়ারের দর এখন বেশ উঁচুতে। তাই ট্রেড করতে হলে সাবধানে করতে হবে। অবশ্যই স্টপ লস লাগিয়ে খেলতে হবে এবং বেশি লাভের আশায় প্রফিট বুক করার সুযোগ যেন হাতছাড়া না হয়।
(এই লেখা পড়ে শেয়ার কিনে লাভ-লোকসানের জন্য প্রোমাস বা সম্পাদক দায়ী নয়)