ProMASS: Nov 19: বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কয়েকটি পরিসেবা চালু করেছে। কলকাতায় গতকাল তিনটি মোবাইল এটিএম-এ উদ্বোধন করে ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানাজার পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, বয়স্ক এবং প্রতিবন্ধী গ্রাহকদের জন্য জওহলাল নেহেরু রোডে রিলিয়েন্স হাউস ও সল্টলেকে স্টেট ব্যাঙ্ক লানিং সেন্টারে,দুটি অতিরিক্ত কাউন্টার চালু হয়েছে। সেখানে বয়স্ক এবং প্রতিবন্ধী গ্রাহকরা বৈধ পরিচয়পত্র ও পাসবই দেখিয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন।
চা বাগানের শ্রমিক, বৃদ্ধাশ্রমের আবাসিক ও হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, তাদের জন্য গতকাল থেকে মোবাইল এটিএম পরিসেবা চালু করা হয়েছে। এই পরিসেবা অন্য ব্যাঙ্কের গ্রহকরাও ডেবিট কার্ড দিয়ে ২ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। শ্রী সেনগুপ্ত বলেন, উত্তরবঙ্গে ৩টি এবং কলকাতার ৩টি নিয়ে মোট ৬টি মোবাইল এটিএম চালুকরা হয়েছে। আগামীদিনে আরো মোবাইল এটিএম চালু করা হবে। অন্যদিকে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে বিভিন্ন সবজি মান্ডিতে ও রাজ্যের ১৮২টি পেট্রোল পাম্পে POS যন্ত্র বসানো হয়েছে। এখানে গ্রাহকরা তাদের স্টেট ব্যাঙ্কের ডেবিট অথবা প্রিপেইড কার্ড ব্যবহার করা আড়াই হাজার টাকা পযর্ন্ত তুলতে পারবেন।