Pro-MASS News Bureau: Dec 15, 2015
‘ওয়ান স্টপ শপ’-এ কৃষি সংক্রান্ত সমস্ত কাজকর্ম সম্পর্কে তথ্য এক ছাতার তলায়। দেশের যে কোনও প্রান্ত থেকে www.farmer.gov.in এবং www.mkisan.gov.in সাইট বিনামূল্যে কৃষকরা ব্যবহার করতে পারেন। mkisan পোর্টাল ও কিষাণ কলসেন্টারের মাধ্যমে কৃষকদের নথিভুক্তকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকসভায় আজ কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী মোহনভাই কল্যাণজিভাই কুন্ডারিয়া প্রশ্নোত্তরপর্বে একথা জানান।