প্যালেস্টাইনের জঙ্গীদের রকেট হামলার জবাবে ১৯ সেপ্টেম্বর পাল্টা বিমান হামলা করলো ইজরাইল। আধিকারিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইজরাইলের বিমান হামলার লক্ষ্য ছিল হামাস জঙ্গীগোষ্ঠির দুটি প্রশিক্ষণ শিবির। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর নেই বলে আকাশবাণী জানিয়েছে।
খবরে প্রকাশ, শুক্রবার ইজরাইলের উপর গাজার জঙ্গীরা অন্ততপক্ষে দুটি রকেট ছুঁড়েছে। এর মধ্যে একটি রকেট শহরাঞ্চলে আঘাত হেনেছে এবং এরফলে একটি বাসের ক্ষতি হয়েছে। কিন্তু কেউ হতাহত হয় নি। জঙ্গীদের ছোঁড়া দ্বিতীয় রকেটটি কোন ক্ষতি করার আগেই ইজরাইলের মিসাইল ডিফেন্স সিস্টেম রকেটি ধ্বংস করে।