উত্তরাখন্ডের ২৩,৩৬০ ফুট উচ্চতা বিশিষ্ট ত্রিশূল শৃঙ্গ আরোহনের উদ্দেশ্যে ‘স্বরাষ্ট্র সীমা বল” (এস এস বি)-র ১৫-সদস্যের একটি পর্বতারোহী দলের অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী কিরেন রিজিজু| বুধবার, ২ সেপ্টেম্বর নয়া দিল্লিতে এই অভিযানের সূচনা করে শ্রী রিজিজু বলেন, পর্বতারোহন একটি কষ্টসাধ্য উদ্যোগ এবং যে কোনো কঠিন মুহুর্তে তা ধৈর্য রক্ষা ও আশার সঞ্চারে প্রেরণা দেয়।
এই অনুষ্ঠানে এসএসবি’র ডিরেক্টর জেনারেল শ্রী বংশী ধর শর্মা বলেন, এ ধরনের প্রচারাভিযান পরিচালিত ও সংগঠিত করার ক্ষেত্রে এসএসবি’র দীর্ঘ অভিজ্ঞতা ও পারদর্শিতা রয়েছে। মাউন্ট এভারেস্ট, নুন, নন্দা দেবী, নন্দা খাত এবং এধরনের আরও অনেক শৃঙ্গ এসএসবি’র জওয়ানরা জয় করেছেন। তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, এসএসবি’র পর্বতারোহী দলটি ত্রিশূল শৃঙ্গও জয় করবে। এই অভিযান সম্পন্ন করে পর্বতারোহী দলটি চলতি সেপ্টেম্বর মাসেরই শেষ সপ্তাহে ফিরে আসবে।