বিশ্বের শেয়ার বাজারের মন ভাল নেই। সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারতীয় বাজার কেমন হবে, তা নিয়ে বিশেষজ্ঞরাও দ্বিধায় আছেন। তেলের দাম প্রায় ১২৮ পয়েন্ট কমেছে। ফেড রেট অপরিবর্তিত থাকার খোষণার পর সোনা, রূপার দর তরতর করে বেড়েছে। সোনার দর বেড়েছে ৩০১ পয়েন্ট এবং রূপার দাম ১৪৫ পয়েন্ট বেড়েছে। আজ জাপানের শেয়ার বাজার বন্ধ। কিন্তু এশিয়ার অন্য বাজারগুলি রেড জোনে। গত শুক্রবার, ডাউ এবং ইউরোপিয় বাজার রেড জোনে বন্ধ হয়েছে। এই প্রেক্ষিতে ভারতীয় বাজারেও সূচক পড়ার সম্ভাবনা বেশি। দীর্ঘমেয়াদি সময়ের জন্য ভারতীয় বাজার ভালো হলেও, স্বল্প মেয়াদে ভারতীয় শেয়ার বাজারের উপর ইউরোপিয় বাজারের বেশ ভাল প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। যদি এই ধারণাই ঠিক হয় তবে স্বল্প মেয়াদের জন্য কেনা-বেচা করার সময় ইউরোপিয় বাজারের হাল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
http://www.enewstime.in/?p=763
এদেশের শেয়ার বাজারে বেসরকারি ব্যাঙ্কগুলির শেয়ার স্বল্প মেয়াদে বেশ ভাল পরিমানে ওঠা নামা করছে। যেমন এক্সিস ব্যাঙ্ক। শুক্রবার এটি প্রায় ২৩ পয়েন্ট ৫১৭ টাকায় বন্ধ হয়েছে। টেকনিক্যাল বিশ্লেষণে বলা হয়েছে ৫১৬-র বাধা ডিঙোলে এই শেয়ারের পরবর্তী বাধা রয়েছে ৫৩৪ টাকা এবং ৫৪৮ টাকায়। অর্থাৎ শেয়ার প্রতি ১৭-৩২ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। কিন্তু বাজার মন্দা হলে, এই বিশ্লেষণ কাজে লাগবে না। একই ভাবে ইয়েস ব্যাঙ্কের দর শুক্রবার হয়েছে প্রায় ৭৭০টাকা। টেকনিক্যাল বিশ্লেষণে বলা হয়েছে, যদি এই শেয়ার ৭৭৪টাকার বাধা পেরুতে পারে, তাহলে উপরের দিকে ৭৯৪টাকায় গিয়ে আবার বাধা পাবে। আর যদি ৭৭৪-এর বাধায় আটকে যায়, তাহলে ইয়েস ব্যাঙ্কের শেয়ার ৭৫৭ পর্যন্ত নামতে পারে। তবে মূল কথা একটাই, যদি বাজারের হাওয়া বোঝা না যায়, তাহলে অপেক্ষা করাই ভাল।
(এই আলোচনা অনুযায়ী শেয়ার কেনাবেচা করে লাভ-লোকসানের জন্য প্রো-মাস দায়ী নয়)