সোমবার ভারতীয় শেয়ার বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। নিফটি-তে কি আজ আবার পতন দেখা যাবে? প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের মতে, পতন না-ই বা হয়, তাহলেও সোমবারের তেজি দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল। আশার কথা, ইদানিং কালে অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞদের ধোঁকা দিয়ে শেয়ার সূচক ওঠা-নামা করছে। তবে চিন অর্থনীতি সংক্রান্ত খারাপ ফলাফলের জের পড়তে পারে ভারতীয় শেয়ার বাজারে। মার্কিন শেয়ার বাজারের অবস্থাও নড়বড়ে, এ সপ্তাহের শেষ দিকে মার্কিন ফেড রেট নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কাজেই অনিশ্চয়তা বাজারে চেখা দেওয়াটা স্বাভাবিক বলেই শেয়ার পন্ডিতদের ধারণা।
বাজার খোলার সাথে সাথে দেখা যাচ্ছে ব্যাঙ্কিংক্ষেত্রের শেয়ারের প্রফিট বুকিং-এর ট্রেন্ড রয়েছে। আজ প্রধানমন্ত্রীর সাথে পাওয়ার উৎপাদকদের মিটিং হওয়ার কথা। ইতিবাচক কোন ঘোষণা সাময়িক সময়ের জন্য হলেও, শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহে কোল ইন্ডিয়া কেনা কথা বলেছিলেন বিশেষজ্ঞরা। এসপ্তাহেও একই পরামর্শ দিলেও অনেকেই মনে করছেন, এই শেয়ারটি একন কিছুটা দুর্বল। সিয়েট টায়ার থেকে লাভের সম্ভাবনা ভাল। কাবেরি সিড কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দেওয়া হচ্ছে নানা সংবাদ মাধ্যমে। তবে খেয়াল রাখা উচিত, আজই এই শেয়ারের দর বাজার খোলার প্রথম কয়েক মিনিটেই অনেকটা উপরে উঠেছে। সেজন্যই ট্রেডিং-এ বেশি মুনাফা আয় করা হয়তো সম্ভব হবে না। ফার্মা শেয়ারগুলির দর এখন অপেক্ষাকৃত বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এগুলির দর কিছুটা কমলে, তবেই কেনা উচিত।
(এই আলোচনা অনুযায়ী শেয়ার কেনাবেচা করে লাভ-লোকসানের জন্য প্রো-মাস দায়ী নয়)