মারা গেলেন বিশ্বের সবচাইতে খর্বকার ব্যক্তি – চন্দ্র ডাঙ্গি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে পেসবুকে এখবর জানানো হয়। নেপালের ডাঙ্গ জেলার প্রত্যন্ত গ্রাম রিমকোহলিতে চন্দ্র ডাঙ্গির জন্ম ১৯৩৯ সালে। উচ্চতায় মাত্র ৫৪.৬ সেমি (২১.৫ ইঞ্চি)। ছয় ভাই ও দুই বোনের মধ্যে চন্দ্র ৭ম সন্তান। ভাইদের মধ্যে তিনজনেরই উচ্চতা ৪ ফুটের কম। অবশ্য দুই বোনের উচ্চতা স্বাভাবিক।