বৃহস্পতিবার ভালয় ভালয় কাটানোর পর শুক্রবারই আবার রেড জোনে ভারতীয় শেয়ার বাজার। শুক্রবার দুপুর ১২ টায় সেনসেক্স প্রায় ৪৮৭ পয়েন্ট কমে ২৩,২৭০-র সামান্য উপরে আছে। নিফটি ৭৬৬৫ পয়েন্টে দাঁড়িয়ে আছে, আগের দিনের চাইতে ১৫৫ পয়েন্ট কম। এশিয়ার অন্য দেশের শেয়ার বাজারও রেড জোনে। সবার নজর এখন ইউরোপীয় বাজারের দিকে। বিশেষজ্ঞরা অবশ্য ভারতীয় শেয়ার বাজারের এই হাল দেখে হতাশ নন। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার ঘোষণা না হওয়া পর্যন্ত অর্থাৎ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার বাজারের উথালপাতাল চলবে।
এশিয়ান পেইন্টস, এক্সিস ব্যাঙ্ক, সিয়েট টায়ার – এসব শেয়ারগুলির দর অনেকটাই কমেছে। দীর্ঘমেয়াদে এই শেয়ারগুলি ভালো রিটার্ন দেবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আবার অনেকের মতে, দেখেশুনে কম দামে কিনে বেশি সময়ের জন্য অপেক্ষা না করে, দাম বাড়লে প্রফিট বুক করাই হবে বুদ্ধিমানের কাজ। তবে সকলেই বলছেন, ‘স্টপ লস’ না লাগিয়ে এই বাজারে শেয়ার কেনা মানেই যেচে বিপদ ডেকে আনা।
(এই আলোচনা অনুযায়ী শেয়ার কেনাবেচা করে লাভ-লোকসানের জন্য প্রো-মাস দায়ী নয়)