ফিক্সড রিটার্ণের হার প্রায় প্রতি বছরই নিয়ম করে কমছে। বিমা – তা সে জীবন বিমা বা স্বাস্থ্য বিমা-ই হোক – কত আর করা যায়? তার চাইতে বিনিয়োগ করলে যদি রিটার্ণ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, মন্দ কী? মুদ্রাস্ফীতিকে ধরলে, ফিক্সড রিটার্ণ লাভজনক না বলেই বেশির ভাগ করদাতা মনে করেন। এই লাভজনক না হওয়ার জন্যই ইদানিং করদাতাদের অনেকে, ঝুঁকি থাকলেও, বিনিয়োগ করার পথে পা বাড়িয়েছেন। বিনিয়োগের জন্য আজকাল করদাতাদের পছন্দ – ইউনিট-লিঙ্কড বিমা পরিকল্পনা বা ইউলিপ এবং ইক্যুইটি লিঙ্কড সঞ্চয় প্রকল্প বা ই এল এস এস।